বোলপুরের নবনালন্দা স্কুলের ছাত্র পড়ন্তপ মুখোপাধ্যায় এবছর (২০২৫) উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান, অনুভব মন্ডল অষ্টম স্থান ও বোলপুর নিচুপট্টি নীরদ বরনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র দীপ অধিকারী দশম স্থান অধিকার করেছেন।

বোলপুর পৌরসভার চেয়ারপার্সন শ্রীমতী পর্ণ়া ঘোষ মহাশয়ার নির্দেশে এবং তাঁর শারীরিক অসুস্থতার জন্য অনুপস্থিতির কারণে বোলপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ভাইস চেয়ারম্যান জনাব ওমর শেখ সহ কাউন্সিলর গৌরি টুডু ও কুন্তলা সিংহ মহাশয়া কৃতি ছাত্রদের সাফল্যের জন্য শুভেচ্ছা – সম্বর্ধনা ও অভিনন্দন জ্ঞাপন করলেন।