Work Started for Amrut Prokolpo Project, Second Phase

আজ 11.09.2024 তারিখে বোলপুর পৌরসভার পক্ষ থেকে অম্রুত 2.0 প্রকল্পের অন্তর্গত জল প্রকল্পের ডিস্ট্রিবিউশন পাইপ লাইন নেটওয়ার্ক লেয়িং এর কাজ আনুষ্ঠিকভাবে শুরু করা হলো। মূলত বোলপুর পৌরসভার জল প্রকল্পের কাজটিকে 5টি জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে আজ জোন 2য়ের কাজের শুভ সূচনা করা হলো। এই জোন 2য়ে মোট 5টি ওয়ার্ড কভার করছে । ওয়ার্ড নং 1,10,11,12 ও 22। এই 5টি ওয়ার্ডে সর্বমোট 7198টি পরিবারকে পাইপ লাইনের মধ্যে দিয়ে জল সরবরাহ করা হবে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে।

এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –
১. মাননীয়া পৌরমাতা, বোলপুর পৌরসভা
২. এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট, সিউড়ি
৩. সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর
৪. বোলপুর পৌরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ
৫. বিভিন্ন সাধারণ মানুষ